খারাপ খবর! প্রয়াত জনপ্রিয় গায়ক, শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল

এমসি সাবেসান

সঙ্গীত মহলে ফের খারাপ খবর। চলে গেলেন আরও এক প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক। ৬৮ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিল ইন্ডাস্ট্রির নামকরা গায়ক তথা পরিচালক ‘এমসি সাবেসান’। শ্রোতামহলে তিনি ‘সাবেশ’ নামে বেশি পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর দুপুর ১২ টা ১৫ তে মৃত্যু হয়েছে গায়কের। দীর্ঘ অসুস্থতার পর চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গায়কের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তামিল সংগীত ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি এমনটাই মনে করেন গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

১৯৯০ দশকের শেষ দিকে বড় ভাই দেবের নির্দেশনায় সংগীতে অভিষেক করেন ‘সাবেশ’। ‘গোরিপালিয়াম’, ‘মিলাগা’, ‘থাভামাই থাভামিরুন্ধু’, ‘ইমসাই আরসান ২৩এএম পুলিকেসি’, ‘পোক্কিশাম’ ও ‘কুডাল নগর’সহ একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন সংগীতশিল্পী সাবেশ। এমনকি সিনে মিউজিশিয়ানস ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

এমসি সাবেসান