হিন্দি সিনেমা ও সঙ্গীত জগতে ফের আরও একবার নক্ষত্রপতন। খুব কম শিল্পীই আছেন সঙ্গীত এবং অভিনয় কেরিয়ারে সমান সাফল্য পেয়েছেন। কিন্তু সেই তালিকার শীর্ষেই ছিলেন গায়িকা-অভিনেত্রী। ৬ই নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত।
বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। ১৬ বছর ধরে শয্যাশায়ী ছিলেন সুলক্ষণা।
আজ থেকে ৪০ বছর আগে ৬ই নভেম্বরই মৃত্যু হয়েছিল সুলক্ষণার ভালোবাসার মানুষ সঞ্জীব কুমারের। যে নায়কের প্রেমে পড়ে আজীবন একা থেকেছেন তিনি। পূর্ণতা পায়নি অভিনেত্রীর ভালবাসা। চল্লিশ বছর পর সেই একই তারিখে বিদায় জানালেন অভিনেত্রী। সঞ্জীব কুমারের মৃত্যু পরেই রুপোলি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে আনেন অভিনেত্রী।
১৯৫৪ সালের ১২ জুলাই ছত্তিশগড়ের রায়গড়ে জন্ম সুলক্ষণার। নয় বছর বয়সেই শুরু হয়েছিল তাঁর সঙ্গীতযাত্রা। ১৯৬৭ সালে ‘তকদীর’ ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর প্রথম গান ‘সাত সমন্দর পার সে’ তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এরপরেই বলিউডের সেরা প্লেব্যাক গায়িকাদের তালিকায় জায়গা করে নেন সুলক্ষণা পণ্ডিত।


