ফের খারাপ খবর! হৃদরোগ কাড়ল প্রাণ, মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় গায়ক অভিনেতা, নেমে এলো শোকের ছায়া

গায়ক অভিনেতা ঋষভ ট্যান্ডন

চারিদিকি উৎসবের রোশনাই। তার মধ্যেই একের পর এক খারাপ খবর। গোবর্ধন আসরানি’র মৃত্যুর ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতে আরও এক তারকার মৃত্যুর খবরে কেঁপে উঠল ইন্ডাস্ট্রি।

মাত্র ৩৫ বছর বয়সে  প্রয়াত জনপ্রিয় গায়ক অভিনেতা ঋষভ ট্যান্ডন। ফের হৃদরোগে অকালে প্রাণ গেল আরও এক শিল্পীর। হিন্দি থেকে পাঞ্জাবি গায়কের কণ্ঠে মুগ্ধ ছিল আট থেকে আশি।  মঙ্গলবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে গায়কের মৃত্যু হয়েছে বলে খবর। গায়ক-অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

গায়ক অভিনেতা ঋষভ ট্যান্ডন

গায়কের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। সূত্রের খবর, দেওয়ালি উদযাপনের জন্য পরিবারের সঙ্গে  দিল্লি এসেছিলেন। আর সেখানেই মৃত্যু হয় তার।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)