খারাপ খবর! আচমকাই দেড় বছরের মাথায় শেষ হচ্ছে এই জনপ্রিয় মেগা ধারাবাহিক

শুভ বিবাহ

বহু বছর পর ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ হয়ে পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। আগেই প্রকাশ্যে এসেছিল তাঁর নতুন ধারাবাহিকের ঝলক। এবার স্লট পেল এই ধারাবাহিক। কবে থেকে শুরু হচ্ছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, কখন দেখা যাবে এই মেগা?

ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসা এই নতুন মেগায় স্বস্তিকা দত্তর বিপরিতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায় কে। ছোটপর্দায় প্রথমবার জুটি বাধতে চলেছেন স্বস্তিকা- অর্ণব। আগামি ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকের পথ চলা।

তবে কোন সময়ে দেখা যাবে এই মেগা সেটা এখনই ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে স্বস্তিকার এই নতুন মেগার জন্য কোন মেগার কপাল পুড়ল? কানাঘুষোয় শোনা যাচ্ছে বিদ্যা ব্যানার্জি’র আগমনে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’ শেষের পথে।

সোনামণি সাহা, হানি বাফনা অভিনীত এই ধারাবহিকের সফর হয়ত ইতি টানতে চলেছে। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোন ঘোষণা হয়নি।

শুভ বিবাহ