আজ প্রকাশ পেল বাংলা ধারবাহিকের টিআরপি তালিকা। এই তালিকার উপর নির্ভর করে ধারাবাহিকের মেয়াদ। ফের অঘটন ঘটল। আবার হেরে গেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। গত কয়েক সপ্তাহ ধরে নম্বর শুধু কমেই চলেছে এই ধারাবাহিকের। তাহলে কি সূর্য-দীপার রসায়নে আর মন ভরছে না দর্শকের। অন্যদিকে বাজিমাত করেছে জগদ্ধাত্রী এবং নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।
চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়াকে হারিয়ে বাংলার টপার জগদ্ধাত্রী। তার প্রাপ্ত নম্বর ৮.৩। এদিকে নম্বর কমে ৭.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল অনুরাগের ছোঁয়া। তৃতীয় স্থান থেকে ‘গৌরী এলো’ ধারাবাহিককে সরাতে পারছেন না কেউ।
অন্যদিকে চলতি সপ্তাহে চমক দেখাল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এক লাফে নম্বর বাড়িয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্টার জলসার এই ধারাবাহিক। শুধু তাই নয়, খেলনা বাড়িকে হারিয়ে স্লট লিড করল কমলা। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ।
প্রথম – জগদ্ধাত্রী (৮.৩)
দ্বিতীয় – অনুরাগের ছোঁয়া (৭.৮)
তৃতীয় – গৌরি এলো (৭.৪)
চতুর্থ – নিম ফুলের মধু (৭.২)
পঞ্চম – রাঙা বউ (৬.১)
ষষ্ঠ – কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ । মেয়েবেলা (৫.৮)
সপ্তম – বাংলা মিডিয়াম (৫.৭)
অষ্টম – পঞ্চমী । গাঁটছড়া (৫.৫)
নবম – খেলনা বাড়ি । হরগৌরী পাইস হোটেল (৫.৪)
দশম – এক্কা দোক্কা । সোহাগ জল (৫.১)