ফের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন পঞ্জাবি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ কৌতুক অভিনেতা জসবিন্দর ভাল্লা। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬৫ বছর।
পঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। নব্বই দশক থেকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। ফ্র্যাঞ্চাইজির ‘অ্যাডভোকেট ধিলোঁ’ চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। একাধিক হিট ছবি ও সিরিয়ালে কাজ করেছিলেন তিনি।
সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।