চলচ্চিত্র জগতে নেমে এলো ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার

ধীরজ কুমার

চলচ্চিত্র জগতে নেমে এল ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার। মঙ্গলবার সকালেই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গত শনিবার সর্দি কাশি নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। সোমবার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। অসুস্থ বোধ করায় ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল তাঁকে। এরপর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬৫ সালে বিনোদন জগতে পা রেখেছিলেন এই অভিনেতা। দীর্ঘ ফিল্ম কেরিয়ারে তিনি ২১টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছিলেন। অভিনয় করেছিলেন ‘স্বামী’, ‘কিয়া কারু সাজনি আয়ে না বালাম’ ছবির মতো গুরুত্বপূর্ণ ছবিতে।