ছোট পর্দায় এমন কিছু অনস্ক্রিন জুটি কেমিস্ট্রি সত্যি প্রশংসনীয়। শ্রীময়ী-রোহিত থেকে সিদ্ধার্থ-মিঠাই মন জিতে নিয়েছে দর্শকদের। চলুন একনজরে ২০২১ সালের জনপ্রিয় জুটি দেখা নেওয়া যাক-
সবচেয়ে প্রথমে যেই জুটির নাম নিতেই হবে তারা হলেন সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়। অন্সক্রিন সবচেয়ে পপুলার জুটি হলেন মিঠাই-সিদ্ধার্থ। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই জুটি এক নম্বর স্থানে রয়েছেন। মিঠাই আর তাঁর উচ্ছেবাবুর দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে অধীর অপেক্ষা করে থাকেন মিঠাই ভক্তরা। তাদের অনুরাগীরা ভালোবেসে তাদের সিধাই বলে ডাকেন। পর্দায় দুজনের অভিনয় এবং অফস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসা করে হয়ত কখনই শেষ করা যাবে না। ২০২১-এর পর্দায় সেরা জুটি সিদ্ধার্থ মোদক ও মিঠাই মোদক।
২০২১-এর আরেক জনপ্রিয় জুটি হলেন পর্দার শ্রীময়ী-রোহিত সেনের জুটি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী আর অভিনেতা টোটা রায় চৌধুরীর জুটি। শ্রীময়ী-রোহিতের অনস্ক্রিন মুগ্ধ করেছে দর্শককে। বলাই বাহুল্য দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছেন এই জুটি। তার সাক্ষী ছিল সোশ্যাল মিডিয়ায়। সিরিয়াল শেষ হলেও এখনও এই জুটি নিয়ে কথা হয়েই থাকে। ইয়ং জেনারেশনকে রীতিমতো টেক্কা দিয়েছেন।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি সৌগুন অর্থাৎ গুনগুন-সৌজন্য। ‘খড়কুটো’ ধারাবাহিকে’ তাদের খুনসুটি এবং দুষ্ট-মিষ্টি রসায়নে পাগল তাদের ফ্যানেরা। গুনগুন চরিত্রে অভিনয়ে তৃণা সাহা এবং সৌজন্যের চরিত্রে কৌশিক রায়। প্রথম থেকে টিভির পর্দায় তাদের জুটি আপন করে নিয়েছে দর্শক।
গতবছর সাত্যকি- উর্মির জুটিও মন কেড়েছে দর্শকের। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ইউএসপি এই জুটির রসায়ন। অভিনয়ের দিক থেকে বলতে গেলে যেন অন্বেষা হাজরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়েছেন ঋত্বিক। তাদের অনস্ক্রিন জুটি মুগ্ধ করেছে তাদের অনুরাগীদের।
অভিনেতা শনের বিপরীতে যেন হিয়াকে অর্থাৎ অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকেই শুধু মানায়, সেকথা ভুল প্রমাণ করে দিলেন নবগতা অভিনেত্রী সৃজলা গুহ। ধারাবাহিকের প্রোমো সামনে আসার থেকেই তাদের লুকস দেখেই মন কেড়েছিল নেটিজেনদের। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই মিস বৃষ্টি বাড়ি আর বাদুড় সেনের টম অ্যান্ড জেরি’র কেমেস্ট্রি মজেছে দর্শক। এই ধারাবাহিকের ফ্যানদের চোখে শন-সৃজলা জুটি বেস্ট।
সূত্রঃ hindustantimes . com/pictures/round-up-2021-from-mithai-siddharth-to-pihu-rishiraj-on-screen-bengali-tv-couples-with-best-chemistry-31640600914263-1.html