দুঃসংবাদ! মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত নেটফ্লিক্সের জনপ্রিয় অভিনেত্রী

নেটফ্লিক্সের জনপ্রিয় অভিনেত্রী

ফের শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। বিনোদন জগতে নেমে এলো খারাপ খবর। প্রয়াত নেটফ্লিক্সের সুপারপপুলার শো গসিপ গার্লের খ্যাতিমান অভিনেত্রী মিশেল ট্র্যাচেনবার্গ। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৩৯।

২৬শে ফেব্রুয়ারি অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে থেকে মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তার লিভার সংক্রান্ত গুরুত্বর সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ তরফ থেকে জানা যাচ্ছে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।

‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ এবং ‘গসিপ গার্ল’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন মিশেল।

মিশেল ট্র্যাচেনবার্গ