সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্রপতন! আরও এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী না ফেরার দেশে। দুর্দান্ত গান গাওয়ার পাশাপাশি তিনি গীতিকার, সুরকারও ছিলেন। প্রয়াত আরও এক পাঞ্জাবি সঙ্গীতশিল্পী, গুরমীত মান। গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি।
এর আগে আরও এক পাঞ্জাবী সঙ্গীতশিল্পী রাজবীর জওয়ান্দার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ। গুরমীতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গানের জগত।
‘বোলিয়াঁ’, ‘বোলি ম্যায় পবন’, ‘কাকে দিয়াঁ পুরিয়াঁ’র মতো একাধিক জনপ্রিয় গান আছে গুরমীতের ঝুলিতে। এক সময় গুরমীত পাঞ্জাব পুলিশেও চাকরি করেছেন। গায়কের মৃত্যুর খবরে শোকাহত পাঞ্জাবি সঙ্গীত প্রেমীরা।