খারাপ খবর! মাত্র ৮ মাসেই বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় মেগা, মন খারাপ দর্শকের

শোলক সারি

একদিকে যেমন পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। ঠিক তেমনি বিদায় নিচ্ছে চলতি মেগাগুলো। টিআরপি না পেলেই পুরনোকে সরিয়ে আনা হচ্ছে নতুন মেগা।

আজকাল ছোটপর্দায় ধারাবাহিকের আয়ু খুবই কম। টিআরপি একটু কম হলেই টিআরপি বন্ধ। এমনকি মাত্র ১ মাসেও ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল। এসবের মাঝেও ঝাঁপ বন্ধ হতে চলেছে আরও এক মেগার।

আগামী ১৭ নভেম্বর থেকে সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’। রাত সাড়ে ৮ টার স্লটে। আর এই সময়ের স্লটে দেখা যাচ্ছে সান বাংলা আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘শোলক সারি’।

চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে শুরু সান বাংলায় শুরু হয়েছিল ‘শোলক সারি’ ধারাবাহিক। তবে কি মাত্র ৮ মাসেই বিদায় নেবে ‘শোলক সারি’? এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এখন শুধু অফিশিয়ালি ঘোষণার অপেক্ষায়। চ্যনেল কতৃপক্ষ থেকে এই বিষয়ে কিছু জানা না গেলেও টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, শেষ হয়ে যেতে পারে ‘শোলক সারি’ ধারাবাহিক।

শোলক সারি

 

Previous articleজীবনে টাকা উপার্জন নিয়ে উক্তি যা সকলের চিন্তাভাবনা বদলে দেবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।