দুঃসংবাদ! আচমকাই চার মাসে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, মন খারাপ দর্শকের

প্রথম কদম ফুল

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা চার মাসও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, যা শুনে অবাক হচ্ছেন দর্শক।

পর্দা থেকে বিদায় নিচ্ছে আকাশ আট চ্যানেলের ‘প্রথম কদম ফুল’। ‘সুকান্ত’ ও ‘কাকলি’র জীবনকে কেন্দ্র করেই এগিয়েছিল সাহিত্য নির্ভর এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং সৌমি বন্দ্যোপাধ্যায়। সবশেষে সুকান্ত ও কাকলির মিলন পর্ব দেখিয়েই পথচলা শেষ হল এই ধারাবাহিকের।

প্রথম কদম ফুল

ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হলেও ধারাবাহিকের সম্প্রচার চলবে এখনও একমাস। এদিন হাসিমুখে সকলে শেষদিনের শুটিং সারলেও মন খারাপ ছিল সকলেরই। এরপর এই ধারাবাহিকের জায়গায় নতুন কোন ধারাবাহিক আসতে চলেছে তা এখনও জানা যায়নি।