একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে বাংলা টেলিভিশনের চ্যানেল গুলি। তবে এই নতুন নতুন গল্পের জন্য পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি জায়গা হারাচ্ছে। জি-বাংলায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। তারমধ্যে একটি হল পল্লবী শর্মা অভিনীত মেগা ‘তারে ধরি ধরি মনে করি’।
আর এই নতুন মেগার কারনেই জি বাংলার পর্দায় বহু বছর পুরোনো ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই। দীর্ঘ আড়াই বছরের মাথায় যাত্রা শেষ করছে একসময় জি বাংলার টপার ধারাবাহিক ‘ফুলকি’। ২০২৩ সালের জুন মাসে প্রথমবারের জন্য সম্প্রচার শুরু হয়েছিল ফুলকি ধারাবাহিকের। দেখতে দেখতে দু’বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকটি এখনো রমরমিয়ে চলছে টিভির পর্দায়।
টেলিপাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে চলতি মাসেই ফুলকি ধারাবাহিকের শুটিং সম্পূর্ণ হবে। ধারাবাহিকের গল্প আর বেশিদূর এগিয়ে নিয়ে যেতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপি তালিকায় এখনো এক থেকে পাঁচের মধ্যে নিজের স্থান দখল করে আছে ‘ফুলকি’। বেশ কয়েকবার টিআরপি তালিকায় টপারও হয়েছে এই ধারাবাহিক।
আর তাই সেই জায়গাটা থাকতে থাকতে, দর্শকদের ভালোবাসা নিয়েই শেষ হচ্ছে এই ধারাবাহিক। রুদ্রর শাস্তি দিয়েই হয়তো গল্প শেষ হবে। রুদ্রর শাস্তি দিয়েই হয়তো গল্প শেষ হবে। তবে ধারাবাহিকের শেষ দিনের শুটিং কবে তা এখনও জানা যায় নি।