ফের কপাল পুড়ল! নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র জন্য বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা, মন খারাপ দর্শকের

 লক্ষ্মী ঝাঁপি

সদ্যই প্রকাশ্যে আসল স্টার জলসার পর্দায় আসন্ন নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র সম্প্রচারের সময়। প্রকাশ্যে এল মেগার দ্বিতীয় প্রোমো। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জুটি বাঁধতে চলেছে শুভস্মিতা-সৌরভ।

জানা যাচ্ছে, ৩০ জুলাই অর্থাৎ বুধবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হবে এই মেগা। সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে এই ধারাবাহিকের স্লট দেওয়া হয়েছে। এই সময় স্টার জলসায় ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হতে দেখা যায়। তবে আপাতত এই মেগা এখনই শেষ হওয়ার কোন লক্ষণ নেই। ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে এই মেগার স্লট বদল হবে।

তাছাড়া চ্যানেলের পক্ষ থেকেও জানানো হয়েছে ৩০ জুলাই থেকে বিকাল ৫টা বেজে ৩০ মিনিট থেকে দেখা যাবে গীতা ‘এলএলবি’।

লক্ষ্মী ঝাঁপি’