সকাল হতে না হতেই খারাপ খবর! চলে গেলেন রতন টাটার সৎমা সিমোনে টাটা। আজ অর্থাৎ শুক্রবার সকালে প্রায়ত হন তিনি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯৫ বছর।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু। টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে সিমোনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। শনিবার কোলাবার ক্যাথিড্রাল অফ দ্য হোলি নেম চার্চে সিমোনের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে ।
তিনি শুধু শিল্পপতি পরিবারের সদস্যা ছিলেন না তাই নয়, Lakme-র প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ১৯৬১ সালে সিমোনে Lakme-তে যোগ দেন। সেই সময় টাটা অয়েল মিলস কোম্পানির একটি অধীন একটি ছোট ব্র্যান্ড ছিল Lakme।
সূত্রঃ eisamay . com


