সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী আর নেই! সাতসকালেই প্রয়াত চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী, শেষ হল দীর্ঘ লড়াই

ক্যাথরিন ও’হারা

ফের খারাপ খবর! চলে গেলেন সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী। গোটা চলচ্চিত্র জগত হারাল এক অনন্য প্রতিভাকে। অভিনেত্রীর দীর্ঘ কেরিয়ারে দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছেন তিনি। অভিনেত্রীর অভিনীত প্রতিটা ছবি নতুন প্রজন্মের কাছে বিশেষ উপহার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

স্বল্পদিনের অসুস্থতায় প্রয়াত কানাডিয়ান-মার্কিন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা। গত শুক্রবার ৭১ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় এই কালজয়ী শিল্পীর। জানা গেছে, ভোরের দিকে নিজের ব্রেন্টউড এলাকার বাসভবন থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

বিশ্বখ্যাত সিনেমা ‘হোম অ্যালোন’-এ কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রীর অকাল প্রয়ানে গোটা হলিউড শোকস্তব্ধ।

১৯৫৪ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া ক্যাথরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল কমেডি থিয়েটার গ্রুপ ‘সেকেন্ড সিটি’র মাধ্যমে। আশির দশকে চলচ্চিত্রে অভিষেকের পর টিম বার্টনের ‘বিটলজুস’ ছবিতে অভিনয় করে তিনি প্রথম নজর কাড়েন। তবে ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হোম অ্যালোন’ তাঁকে বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়।

নতুন প্রজন্মের কাছে ক্যাথরিন আইকন হয়ে ওঠেন জনপ্রিয় টিভি সিরিজ ‘শিটস ক্রিক’ এ মোইরা রোজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। গোল্ডেন গ্লোব ও স্যাগ অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারও ছিল তাঁর ঝুলিতে।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে কমেডি ও ড্রামা-দুই ধারাতেই সমান পারদর্শিতা দেখানো এই অভিনেত্রীর মৃত্যু হলিউডের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটাল।

ক্যাথরিন ও’হারা