খারাপ খবর দিয়েই শুরু হল আজ। বিনা চিকিত্সাতেই প্রয়াত বিনোদন জগতের জনপ্রিয় তেলেগু অভিনেতা ভেঙ্কট রাজ। সুত্রের খবর অনুযায়ী, বহুদিন ধরে কিডনি ও লিভার সমস্যায় ভুগছিলেন। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
জানা যাচ্ছে, কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। কিডনি প্রতিস্থাপনের জরুরী ছিল যার খরচ ছিল প্রায় ৫০ লাখ। ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় বাবার চিকিৎসার জন্য জনসাধারণের কাছে সাহায্য চায়। এমনকি চিকিৎসার সহায়তার নামে প্রতারণা হতে হয়েছে পরিবারকে।
তেলুগু অভিনেতা প্রভাসের এক সহকারী জানিয়েছিলেন তিনি এই খরচ বহন করবেন। যার কথা অনুযায়ী, অপারেশনের তারিখ নির্ধারিত করা হয় কিন্তু পরে জানা যায় সেই ফোনটি ভুয়ো ছিল। কেউ একজন সহকারি সেজে ফোন করেছিলেন।
আর্থিক সাহায্যের জন্য চিকিৎসা করা সম্ভব হয়নি অভিনেতার। অবশেষে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৩ বছর।