ফের খারাপ খবর! মাত্র ৮ বছর বয়সেই থামল জীবন, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল জনপ্রিয় শিশুশিল্পী

বীর শর্মা

উৎসবের আনন্দের মাঝেই ফের খারাপ খবর। গত রবিবার রাতের মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল ৮ বছর বয়সী প্রভিতাবান শিশুশিল্পী বীর শর্মার প্রাণ। সোনিস্যাবের শ্রীমদ রামায়ণে পুষ্কল চরিত্রে অভিনয় করার জন্যই টিভির পর্দায় পরিচিত পেয়েছিল ৮ বছরের ছোট বীর শর্মা। রাজস্থানের কোটায় তাদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারাল বীর (৮) ও তার দাদা শৌর্য (১৬)।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত প্রায় দু’টো নাগাদ দীপশ্রী বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত শর্মা পরিবারের ফ্ল্যাটে আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

দুর্ভাগ্যজনকভাবে, ঘটনার সময় দুই ভাই বাড়িতে একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা, যিনি একটি কোচিং সেন্টারের শিক্ষক, তখন একটি ভজন অনুষ্ঠানে গিয়েছিলেন। অন্যদিকে, তাদের মা রিতা শর্মা, যিনি নিজেও একজন অভিনেত্রী, কাজের সূত্রে মুম্বইয়ে ছিলেন।

বীর শর্মা

প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ছুটে আসেন। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন যে ড্রয়িং রুমে আগুন জ্বলছে এবং ধোঁয়ায় পুরো ফ্ল্যাট ভরে গিয়েছে। সেখানেই দুই ভাইকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।

দুই ছেলের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকের মধ্যেও মা রিতা শর্মা ও বাবা জিতেন্দ্র শর্মা সিদ্ধান্ত নেন দুই ছেলের চোখ দান করা হয় আই ব্যাঙ্কে।

বীর শর্মা

বীর শর্মার দাদা শৌর্য শর্মা, ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। অন্যদিকে শিশুশিল্পী বীর শর্মা ‘শ্রীমদ রামায়ণ’ ছাড়াও ‘বীর হনুমান’ ধারাবাহিকেও অভিনয় করেছিল। তরুণ প্রতিভাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত গোটা অভিনয় জগৎ।