সুখবর! দ্বিতীয়বার মা হলেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী, ঘরে এলো নতুন অতিথি

অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটক

পুজোর আগেই টেলি পাড়ায় খুশির খবর। মা হলেন জনপ্রিয় বাংলা সিরিয়ালের অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটক। যাকে আপনারা শেষবারের মতো দেখেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’ সিরিয়ালে। এরপর তিন বছর পর্দা থেকে বিরতি ছিলেন অভিনেত্রী।

প্রথম সন্তান এবং সংসারে ব্যস্ত থাকায় অভিনয় জগত থেকে  দূরে ছিলেন জাগৃতি। তবে প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই সুখবর সকলের সাথে ভাগ করে নেন অভিনেত্রী।

অভিনেত্রীর পোস্ট থেকে জানা যায়, ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জাগৃতি। মা এবং মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। পুজোর আগেই মা লক্ষ্মী ঘরে এলো। গোটা পরিবারে খুশির হাওয়া।

তবে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর গোপনে রাখেন তিনি। সন্তান জন্মের পর একেবারে খুশির খবর দেওয়ায় সকলেই অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জাগৃতি পোস্ট করে লেখেন, ‘দ্বিতীয়বার মা ডাক শুনবো। না চাইতেই ঈশ্বর আমাকে সব দিয়ে দিয়েছেন। শুধু আশীর্বাদ করো, তোমার সেবায় তোমার সাধনায় যেন এইভাবে নিমজ্জিত থাকতে পারি।’

অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটক

অভিনেত্রী আরও লেখেন, “প্রকৃতির নীরব কোলে এক মা আঁকছেন মা দুর্গার প্রতিচ্ছবি — প্রতিটি আঁটুড়ে লুকিয়ে আছে সেই শক্তি, যা তিনি নিজের অন্তরে বহন করেছেন। তাঁর পাশে দাঁড়িয়ে আছে ছোট মেয়ে, নির্ভর চোখে ভরা বিস্ময়। শক্তির দুটি রূপ — একটি প্রসূতিতে, একটি আগমনের প্রতীক্ষায় — ভরিয়ে নিচ্ছে ভালোবাসা আর সৃষ্টির মুহূর্ত। সেই মমতাময় মুহূর্তে তিন রূপে মিলিত হয় শক্তি — নারী সৃষ্টির রূপে, কন্যা প্রসূচিত শক্তির রূপে, আর অন্তরে বেড়ে ওঠা অনন্ত প্রাণ সৃষ্টিশক্তির রূপে। সত্তার শক্তি হোক বা শিব, সবই ঈশ্বরের অনুগ্রহময় আশীর্বাদ। এ চিত্রকলা তখন আর শুধু শিল্প নয় — এটি এক স্মরণীয় বার্তা, যে প্রতিটি নারী, প্রতিটি কন্যা, অন্তরে ধারণ করে দুর্গার শক্তি। তিনি মা রূপে লালন করতে পারেন, কন্যা রূপে দিশা দিতে পারেন, স্ত্রী রূপে ভালোবাসতে পারেন, বন্ধু রূপে সহায় হতে পারেন, আবার নেতা রূপে এগিয়ে আসতে পারেন। মহালয়ার প্রভাতে, যখন দেবী অবতরণ করেন, তিনি আমাদের মনে করিয়ে দেন এক শাশ্বত সত্য — প্রতিটি নারী, প্রতিটি কন্যা, নিজের ভেতরে বহন করে সেই শক্তি, যা লালন করতে পারে, রক্ষা করতে পারে, পথ দেখাতে পারে, ভালোবাসতে পারে। তিনি শুধু মা নন, তিনি কন্যা, স্ত্রী, বন্ধু, স্রষ্টা, যোদ্ধা। তিনিই শক্তি।”