ফের বিয়ে ভাঙল টলি পাড়ায়, দাম্পত্য জীবনে ইতি টানলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

সুস্মিতা রায়

বাংলা টেলিভিশনের একজন অতি পরিচিত মুখ সুস্মিতা রায়। যিনি কৃষ্ণকলি ধারাবাহিকের পাশাপাশি একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় একজন ব্লগার হিসাবে বেশি জনপ্রিয় তিনি।

তার আরও একটি পরিচয় হল তিনি অভিনেতা সায়ক চক্রবর্তীর বৌদি। হ্যাঁ, সায়কের কুটনি বৌদি নামেই সুস্মিতাকে বেশি চেনেন নেটিজেনরা। সায়ক আর সুস্মিতার রোজনামচা ব্লগে দর্শক ভীষন মজে থাকেন

সুস্মিতা র স্বামী অর্থাৎ সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। তিনি বেশ জনপ্রিয় সোশাল মিডিয়ায়। সুস্মিতা আর সব্যসাচীর জুটি বেশ পপুলার। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাদের বিবাহিত জীবনে ফাটল ধরেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sayak Chakraborty (@withlovesayak)

গুঞ্জন শোনা যাচ্ছিল, সায়ক এর দাদা সব্যসাচী আর অভিনেত্রী সুস্মিতা বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। আর এবার সেই গুঞ্জনের স্বীকৃতি দিলেন স্বয়ং অভিনেতা সায়ক চক্রবর্তী। এছাড়া সুস্মিতা আর সব্যসাচী দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ে ভাঙার খবরে শিলমোহর দেন।