সাহেবের সাথে ‘কথা’ শেষ হতেই ফের নতুন ধারাবাহিকে সুস্মিতা! বিপরীতে বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা

সুস্মিতা দে

সদ্য একমাস হয়েছে শেষ হয়েছে সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে অভিনীত ‘কথা’ ধারাবাহিক। কথা-এভি’র জুটি দর্শকমনে এখনও টাটকা। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি পর্দার বাইরেও বেশ চর্চিত।

তারমধ্যেই টেলিপাড়ায় নতুন খবর, সাহেবের সাথে ‘কথা’ শেষ হতেই ফের নতুন নায়কের বিপরীতে নতুন ধারাবআহিকে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে। বিপরীতে নায়ক অভিনেতা রণজয় বিষ্ণু।

টেলিপাড়ার অন্দরের গুঞ্জনই কি সত্যি? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে সুস্মিতা বলেন, “আগের ধারাবাহিকের রেশ কাটার আগেই কী করে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব! কেউ করে? এখন আমি ছুটি উপভোগ করছি। ঘুমোচ্ছি, প্রচুর সিনেমা দেখছি। এ দিক-সে দিক বেড়াতে যাচ্ছি।”

ছুটির মেজাজে সাহেব কি সঙ্গে আছেন সুস্মিতার? নায়িকার কথায়, “ধারাবাহিক শেষ। ফলে, আগের মতো নিয়মিত দেখাসাক্ষাৎ নেই। তবে আমরা মঞ্চানুষ্ঠান করছি একসঙ্গে। কাজের বাইরে অন্য কিচ্ছু ভাবছি না”। আপাতত বড়পর্দা-সিরিজ়েও যাতে কাজের সুযোগ পান, সেই চেষ্টাই করছেন ছোটপর্দার ‘কথা’।

সুস্মিতা দে