টলিউডে একের পর এক অভিনেতা-অভিনেত্রী বাবা-মা হওয়ার সুখবর দিচ্ছেন। মানসী সেনগুপ্ত, অহনা দত্তর পর এবার ছোটপর্দার আরও এক অভিনেতা বাবা হওয়ার সুখবর জানালেন। কিছুদিন আগেই বিশেষ আয়োজনে স্ত্রীয়ের সাধের অনুষ্ঠান পালন করেন অভিনেতা। অবশেষে অভিনেতার ঘরে এলো নতুন সদস্য।
বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দা, জি বাংলা অরিজিনালস এবং ওয়েব সিরিজের পরিচিত মুখ সায়ন। ‘হয়তো তোমারই জন্য’, তুমি আশে পাশে থাকলে’ -এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন। মুখ্য চরিত্রে কম দেখা গেলেও পার্শ্ব চরিত্রে অত্যন্ত জনপ্রিয় মুখ এই অভিনেতা।
আজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সায়নের স্ত্রী মিশমী। প্রথমবার বাবা হওয়ার আনন্দে ভীষণ খুশি অভিনেতা। এই মুহূর্তে মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন।
সামাজিক মাধ্যমে সায়ন নিজে এই সুখবর না জানালেও অভিনেত্রী মানালি দে সায়নকে শুভেচ্ছা বার্তা জানান। বহু বছর ধরেই সায়ন এবং তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে মানালি এবং অভিমন্যুর।