প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। বেশকিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে গায়কের সঙ্গে দেখা করে এসছেন বলেও জানা যায়।
জানা যাচ্ছে অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সঙ্গীতশিল্পী। গত সমবার থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে ITU-তে স্থানান্তরিত করা হয়েছিল। তবে শেষ রক্ষা হল না, শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম গায়কের। পরবর্তীতে এপার বাংলায় চলে আসেন। চুঁচুড়াতেই থাকতেন তিনি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতা দিয়ে শুরু হয় তার যাত্রা। তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ আজও মুখে মুখে ফেরে। আজ তিনি না ফেরার দেশে, তবুও তার অসামান্য সৃষ্টি আজীবন রয়ে যাবে বাঙালি মনে।