কিছুদিন আগে বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিকের নায়ক-নায়িকার বিবাদে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে কম জলঘোলা হয়নি। নায়ক নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নায়ক-নায়িকার কথোপকথনের স্ক্রিন শট সামনে আনেন। বিবাদ এতটাই গাঢ় যে প্রযোজনা সংস্থাকে মাঠে নামতে হয়।
প্রযোজনা সংস্থার হাত ধরে মিটেয়ে ফেলা হয়েছিল সেই ঝামেলা। তবে এক নামীদামি সংবাদ সূত্রের খবর অনুযায়ী, বাইরে সব ঠিক দেখালেও ভিতর ভিতর কিছুই ঠিক নয়। নায়ক আর নায়িকার মধ্যে নাকি এখনো মেটেনি সেই সমস্যা। মাঝেমধ্যেই নাকি শুটিং সেটে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। নায়ক শুটিং ফ্লোরে সময় মতো পৌঁছালেও নায়িকা সময় মতো আসছে না ফ্লোরে।
এত অবধি তাও ঠিক ছিল তবে আচমকাই নায়িকার শর্তে ফের আবার নতুন সমস্যা। সূত্রের খবর, নায়িকার শর্ত রাখেন রোম্যান্টিক দৃশ্যে নায়ক নাকি তাকে ছুঁতে পারবেন না। এমনকি নায়িকার শর্ত মেনেই ক্যামেরার কারসাজিতেই হচ্ছিল শুটিং। যার ফলে অপমানিত হন নায়ক।
এই ঘটনায় নায়ক এতটাই অপমানিত যে তিনি সরে দাঁড়ান। প্রযোজনা সংস্থা নাকি একপেশে মনোভাব দেখিয়েছেন কোনও সমস্যাতেই নায়কের কথা ভাবছেন না প্রযোজনা সংস্থা। এই মুহূর্তে ধারাবাহিকের বন্ধের মুখে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, আগামীতে ধারাবাহিকের শুটিংও বন্ধ হবে বলে আশঙ্কা করছেন অনেকে। নায়ক-নায়িকার ঝামেলায় কি ইতি মেগা ধারাবাহিক? সেটা সময় বলবে।
সুত্রঃ https://www . sangbadpratidin . in/entertainment/television/bengali-televison-news-for-new-controversy/

