বিনোদন দুনিয়ায় শোকের ছায়া! প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা

শাহবাজ সানি

বিনোদন জগতে যেন শোকের ছায়া নেমে এসেছে। না ফেরার দেশে কাছে আসার পর খ্যাত অভিনেতা শাহবাজ সানি। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় চালচিত্র খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, শাহবাজ সানির প্রয়াণের খবর পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানি এর আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সানির জন্য সবাই দোয়া করবেন।’

এদিন শাহবাজ সানির মৃত্যুর খবর দিলেও তার কারণ সম্পর্কে কিছুই জানাননি জিয়াউল। কাছে আসার পর নামক একটি নাটকের মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু করেন শাহবাজ সানি। তবে অল্প দিনের মধ্যেই পরিচালকদের পছন্দের তালিকায় চলে আসে সে।

শাহবাজ সানি

এরপর চোরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো, মহব্বত, ইত্যাদি বহু নাটকে অভিনয় করেছেন তিনি। ১৬ ফেব্রুয়ারি, রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহবাজ সানি। অভিনেতার প্রয়াণে শোকাহত বিনোদন জগতের সদস্যরা।