
জীবন সত্যিই অনিশ্চিত। সাধারণ হোক বা তারকা, আকস্মিক মৃত্যুর খবরে আমাদের হৃদয় ভেঙে যায়। আজ সকাল যেন ঠিক তেমন ভাবেই শুরু হল। সিদ্ধার্থ শুক্লার পর প্রয়াত হলেন বলিউডের আরেক জনপ্রিয় বিগ বস ১৩ খ্যাত তারকা অভিনেত্রী শেফালি জারিওয়ালা।
গতকাল অর্থাৎ ২৭ জুন রাতে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আন্ধেরি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৪২ বছর।
‘কাঁটা লাগা গার্ল’ হিসাবেই তিনি জনপ্রিয় বলিউডে। ‘কাঁটা লাগা’ গান থেকে পরিচিতি লাভ করেন। এরপর বিগ বস ১৩ চলাকালীন টাইমলাইনে উঠে এসেছিলেন শেফালি জারিওয়ালা। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার প্রাক্তন প্রেমিকা ছিলেন তিনি।
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। সিদ্ধার্থের মৃত্যু যেমন সকলকে নাড়িয়ে দেয় ঠিক তেমনি শেফালি মৃত্যুর খবর আরও একবার সকলকে নাড়িয়ে দেয়। শোনা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়েই মারা যান অভিনেত্রী। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা।