দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া গোটা চলচ্চিত্র জগতে

অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম

ফের শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত চলচ্চিত্রের স্বর্ণযুগের এক জনপ্রিয় অভিনেত্রী। গোটা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রীর প্রয়াণে। প্রখ্যাত চলচ্চিত্রকার ভি. শান্তারামের স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে  শনিবার, ৪ অক্টোবর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী।

অভিনয় জীবন এবং নৃত্যশৈলীর মাধ্যমে একসময় হিন্দি ও মারাঠি সিনেমার দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন সন্ধ্যা শান্তারাম। ১৯৫০-এর দশকে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। যার মধ্যে ‘ঝনক ঝনক পায়েল বাজে’, দো আঁখে বারাহ হাত এবং নওরং উল্লেখযোগ্য।

পরবর্তীকালে তিনি মারাঠি চলচ্চিত্র পিঞ্জরা-তেও অভিনয় করেছিলেন। এই ছবিগুলির পরিচালক ছিলেন ভি শান্তারাম। ২০ বছরের কর্মজীবনে সন্ধ্যা শুধুমাত্র তাঁর স্বামীর পরিচালিত ছবিতে কাজ করেছেন। অভিনেত্রীর প্রয়াণের পর মুম্বইয়ের শিবাজী পার্কের বৈকুণ্ঠ ধামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তার পরিবারের সদস্য, বহু অনুরাগী তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এদিন।

অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম

সন্ধ্যা শান্তারামের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করল। তাঁর অভিনীত প্রতিটি চরিত্র, তার নৃত্যশৈলী এবং তার কাজের মধ্যে দিয়ে অনুরাগীদের মণিকোঠায় তাকে চিরস্মরণীয় করে রাখবে।