বছরের শেষপথে আরও এক খারাপ খবর। জনপ্রিয় অভিনেত্রীর প্রয়ানে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড।
১১ নভেম্বর, মঙ্গলবার ভোরে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে নিজ বাসভবনে মৃত্যু হয় এই জনপ্রিয় হলিউড অভিনেত্রীর। চলতি বছরের অক্টোবরে পড়ে গিয়ে পাঁজর এলং পায়ে আঘাত পাওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি তিনি হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা পরে রক্তে ছড়িয়ে পড়ে। পাশাপাশি কিছুদিন ধরে ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘ লড়াই চালিয়েও শেষ রক্ষা হল না। অভিনেত্রীর প্রয়াণে হলিউড চলচ্চিত্র জগতের সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ছ’দশকের দীর্ঘ কেরিয়ারে স্যালি অভিনয় করেছেন প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন প্রজেক্টে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারে মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।
‘ফেলিসিটি’, ‘রোজান’, ‘ভ্যালি অব দ্য ডলস’ এবং ‘ডেজ অব আওয়ার লাইভস’এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনেত্রীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।


