সুখবর! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী সাগরিকা ঘাটগে

মা হলেন বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। প্রাক্তন ক্রিকেট তারকা জ়াহির খান এবং সাগরিকা ঘাটগে পরিবারে এলো ফুটফুটে পুত্র সন্তান। এই তারকা দম্পতি নিজেরাই ইনস্টাগ্রামে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন।

অভিনেত্রী সাগরিকা ঘাটগে

জ়াহিরের কোলে সদ্যোজাত পুত্র ছবি শেয়ার করে লেখেন, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’

অভিনেত্রী সাগরিকা ঘাটগে

প্রসঙ্গত, অভিনেত্রী সাগরিকা ঘাটগে অভিনয় করেছিলেন ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে। চরিত্রের নাম ছিল প্রীতি। এই চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। পাশাপাশি জ়াহির ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার। ২০১৭ সালের নভেম্বর মাসে দুজনে বিয়ে করেন। বিয়ের ৮ বছরের মাথায় প্রথম সন্তান জন্ম নিল।