খুশির খবর! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী, ঘরে এলো নতুন অতিথি

পরিণীতি চোপড়া

উৎসবের মরশুমেই অভিনেত্রীর ঘরে এলো নতুন সদস্য। চলতি বছর আগস্টেই পরিণীতি এবং রাঘব জানিয়েছিলেন, তাদের প্রথম সন্তান আসার কথা। অন্তঃসত্বার আট মাস পর প্রথম বেবিবাম্প নজরে আসে অভিনেত্রীর। এবার সন্তান জন্মের খবরও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

বাবা-মা হলেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া। রবিবার, দিল্লির এক হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি চোপড়া। বিয়ের দু-বছরের মাথায় দুই থেকে তিন হলেন দুজনে। অভিনেত্রীর শ্বশুরবাড়ি দিল্লিতে। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে সন্তানের আগমনের খবর ঘোষণা করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। যেখানে লেখা ছিল,

পরিণীতি চোপড়া

‘অবশেষে তিনি এখানে এসেছেন! আমাদের ছেলে হয়েছে….আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! দু-হাত ভর্তি, আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে’।

 

Previous articleবিরাট দুর্ঘটনার কবলে জয়জিৎ! এখন কেমন আছেন অভিনেতা?
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।