ক্যান্সারের মারণ রোগ অকালেই কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। ফের ক্যান্সারের জন্য মাত্র ৩৮ বছরেই থামল আরও অভিনেত্রীর জীবন। গত দুই বছর ধরেই এই মারণরোগের সাথে লড়ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় অভিনেত্রী।
প্রয়াত হিন্দি টিভি সিরিয়ালের আরও এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মরাঠে। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। জি-টিভির জনপ্রিয় ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অর্চনার বোনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। এছাড়াও ‘তু তিথে মী’, ‘সাথ নিভায়া সাথিয়া’, ‘ভাগ রে মন’, ‘ উত্তরণ ‘ সিরিয়ালের মতো একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। শুধু হিন্দি নয়, মারাঠি ধারাবাহিকে কাজ করেছেন প্রিয়া। পবিত্র রিশতা’ ধারাবাহিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দেয় গোটা ইন্ডাস্ট্রিতে। এই মেগার আরও এক সদস্যকে হারাতে হবে ভাবতে পারেননি কেউই।
সুশান্তের পর প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন অনেকেই। খবর ছড়িয়ে পড়া মাত্রই শোকস্তব্দ গোটা বলি পাড়া।