খুশির খবর বিনোদন দুনিয়ায়, মা হলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে বর্তমানে কিন্তু তিনি আর অভিনয় জগতের সঙ্গে একেবারেই যুক্ত নেই। শৈশবে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন বড়পর্দায় আর তাতেই মিলেছিল বিপুল খ্যাতি।
২০০১ সালের ব্লকবাস্টার ছবি ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে ছোট্ট ‘পু’ এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্বামী প্রণব বাগ্গার সাথে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন শীঘ্রই সন্তান আসার খবর।
অবশেষে অপেক্ষার অবসান, শনিবার ২৩ আগস্ট মালবিকা এবং প্রণব ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মালবিকা। একটি গোলাপি রঙের থিমযুক্ত পোস্টার শেয়ার করে ক্যাপশনে নতুন বাবা-মা লিখেছেন, ‘আমাদের হৃদয়ের টুকরো, আমাদের কোলে। আমাদের মেয়ে হয়েছে। #babygirl #ourworld #babybagga।’ অভিনেত্রীর পোস্টে ভালোবাসা ও শুভচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।