বিরাট সুখবর! ঘরে আসছে নতুন সদস্য, মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

 

 ক্যাটরিনা কইফ

এতদিনে জল্পনার অবসান। গত কয়েক মাস ধরেই ভিকি-ক্যাটরিনার ঘরে নতুন সদস্য আসার জল্পনা জোরদার হয়েছিল। বহু কানাঘুষো খবরের পর এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। হ্যাঁ, মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ।

সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে সাদা পোশাকে ক্যাটরিনার স্ফীতোদর আগলে দাঁড়িয়ে রয়েছেন ভিকি। সাদা-কালোর এই ফটোটি ধরে আছে ভিকি-ক্যাটরিনার দুটি হাত। ছবি শেয়ার করে তারকা জুটি লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে এগিয়ে চলছি।’

ক্যাটরিনা কইফ

শোনা যাচ্ছে, অক্টোবরেই ভূমিষ্ঠ হবে সন্তান। গত প্রায় দু’বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা বছরের শেষ ভাগেই ভিকি- ক্যাটরিনার পরিবারে আসছে নতুন সদস্য। বিয়ের তিন বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী। সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)