দুঃসংবাদ! প্রয়াত হলেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী ক্যারোল ডি'আন্দ্রেয়া

চলতি বছরে বলি-হলি-টলি হারিয়েছে একাধিক তারকাদের। একের পর এক শোকের ছায়া বিনোদন জগতে। ২০২৫ সালটা বিনোদন জগতের জন্য একেবারেই ভালো নয়।

ফের আবারও শোকের ছায়া নেমে এলো বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন ওয়েস্ট সাইড স্টোরি’-খ্যাত অভিনেত্রী ক্যারোল ডি’আন্দ্রেয়া৷ মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৭ বছর।

১৯৫৭ সালে ‘ওয়েস্ট সাইড স্টোরি’- তে ভেলমার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন। তার মৃত্যুর খবর পাওয়া গেছে তার কন্যার কাছ থেকে। ক্যারোল ডি'আন্দ্রেয়া

অভিনেত্রীর কন্যা  ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান,  “ক্যারোল ডি’আন্দ্রেয়ার প্রিয় ফেসবুক/ইনস্টাগ্রাম বন্ধুরা, আমি @andreadoven, @robinmorse708, এবং হিলারি @hilaryhigh, ক্যারোল-এর কন্যা। আমরা আপনাদের জানাচ্ছি যে আমাদের প্রিয় মা হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’