বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। চলে গেলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী। ১৪ নভেম্বর, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের বহু প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না।
প্রয়াত অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু। নাটকের মঞ্চ থেকে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করতেন। একাধিক নাটকের পরিচালকও তিনি। শেষবার দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বেলা’ ছবিতে।
ভদ্রা বসুর মৃত্যুর খবরে শোকাহত স্টুডিওপাড়া। তিনি প্রখ্যাত নাট্যপরিচালক অসিত বসুর স্ত্রী এবং অভিনেত্রীর দুই সন্তান দামিনী বেণী বসু এবং আনন্দী বসুও অভিনয় ও মঞ্চের খ্যাতনামী ব্যক্তিত্ব।
অভিনেত্রীর মেয়ে আজকাল ডট ইন-কে জানিয়েছেন, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ভদ্রা বসু। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইটিইউ-র ট্রমা কেয়ারে প্রথম সার্জারি হয়। এর কয়েকদিনের মধ্যে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এ অত্যন্ত জটিল অস্ত্রোপচার করা হয় তার।
কিন্তু বার বার ইনফেকশন ছড়িয়ে পড়ছিল। হার্টেও কিছু সমস্যা ধরা পড়ে। গত দু’দিন কিডনির সমস্যাও ধরা পড়ায় চিকিৎসকেরা ডায়ালিসিস করার কথাও ভেবেছিলেন। গতকালই অভিনেত্রীকে ফের এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল।
শুক্রবার রাতে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রাত ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস তযাগ করেন অভিনেত্রী। আজ শনিবার সকালে নিমতলা ঘাটে ভদ্রা বসুর শেষকৃত্য সম্পন্ন হয়।


