‘চিরসখা’য় এন্ট্রি নিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, গল্পে নতুন মোড়

চিরসখা

গল্পে স্বতন্ত্র-কমলিনীর বিয়ে হয়ে গেছে মানেই অনেকেই মনে করছেন তাহলে কি এবার ‘চিরসখা’ ধারাবাহিক শেষের পথে? একেবারেই না, ‘চিরসখা’র গল্পে আপাতত নতুন মোড়।

গল্পে বুবলাইয়ের আত্মহত্যার চেষ্টায় স্বতন্ত্র-কমলিনীর মধ্যে দূরত্ব তৈরি করেছে। আর সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই হাজির নতুন চরিত্র কৃশানু সেনগুপ্ত। নতুন কাকুর ‘একলব্য’ গল্পে হয়ে এন্ট্রি নেবেন ‘মিঠিঝোরা’র ‘অনির্বাণ’ ওরফে সুমন দে।

সোমবারের ধামাকা এপিসোডে এন্ট্রি নেবেন সুমন। গল্পে বুবলাইয়ের চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে সুমনকে। একসময় নতুন কাকুর ছাত্র ছিল সে, পরে স্ট্রিম বদলে চিকিৎসক হয়েছে। বর্তমানে একজন সফল ডাক্তার সে।

পুল্টোর আত্মহত্যার পর থেকেই দর্শকের প্রশ্ন, তবে মিঠির নায়ক কে হবে? গল্পে কৃশানুর এন্ট্রি নিতেই দর্শকের দাবি তাহলে নতুন কাকুর প্রিয় ছাত্রই কি এবার মিঠির পাত্র হবে? সেই জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে আগামীতে গল্পে সুমনের আগমনে নতুন কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য এখন সেটাই দেখার পালা।

চিরসখা