সুখবর! বিয়ের আট বছরের মাথায় বাবা হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা, ঘরে আসছে নতুন সদস্য

সৌরভ চক্রবর্তী

বিয়ের আট বছরের মাথায় বাবা হচ্ছেন টলিপাড়ার এই নামকরা খলনায়ক। জিতের একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে দর্শক দেখেছে তাকে। অভিনেতা সৌরভ চক্রবর্তীর ঘরে আসছে নতুন সদস্য। সম্প্রতি অভিনেতা সকলের সাথে ভাগ করে নিলেন সেই গুড নিউজ।

করওয়া চৌথের দিনই অভিনেতা জানান স্ত্রী রম্ভা ঠাকুর অন্তঃসত্ত্বা। রম্ভার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে বাঙালি মতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সৌরভ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এলো স্ত্রী রম্ভার সাধভক্ষণের ছবি। যেখানে শাখাঁ-সিঁদুর, লাল পাড় সাদা শাড়িতে দেখা মিলল অবাঙালি রম্ভার। অন্যদিকে লাল পাঞ্জাবিতে রম্ভার বেবিবাম্প আগলে সৌরভ। এই মুহুর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন সৌরভ পত্নী। খুব তাড়াতাড়ি ঘরে আসতে চলেছে নতুন সদস্য।

সৌরভ চক্রবর্তী

গেম, টোটাল দাদাগিরি এবং বাঘ বন্দি খেলা-র মতো ছবিতে কাজ করেছেন সৌরভ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ সৌরভ। কাজ করেছেন দক্ষিণের ছবিতেও।

Previous articleকর্মী নিয়ে উক্তি । ক্যাপশন । স্লোগান । Quotes about Workers
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।