ইন্ডাস্ট্রিতে একের এক মৃত্যু সংবাদে নেমে এসেছে কালো ছায়া। ২০২৫ সাল কেড়ে নিয়েছে একের পর এক জনপ্রিয় শিল্পীদের। ফের আরও এক নক্ষত্র পতন। প্রয়াত বলিউডের জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ অভিনেতার সতীশ শাহ। ৭৪ বছর বয়সে থামল জীবন।
ভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। বন্ধুকে হারিয়ে ভেঙে পরেছেন তিনি। অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে।
সূত্রের খবর অনুযায়ী, কিডনি বিকল হয়েই প্রাণ হারান অভিনেতার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। ২৫ অক্টোবর দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয়।
‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি লাভ করেছিলেন। সূরজ বরজাত্যা থেকে ফারহা খান, রাকেশ রোশন— বলিউডের প্রায় সব তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্য়ায়’ একাধিক ছবিতে কাজ করেছেন। ‘ম্যায় হুঁ না’ ছবিতে অধ্যাপকের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন।



