বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ৩৪ বছরে থেমে গেল জীবন। মঙ্গলবার বিনোদন জগত হারাল আরও এক তারকাকে। প্রয়াত কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজ।
সুত্রের খবর, কয়েক মাস জন্ডিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছিল। সন্তোষ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।
জানা যায়, গত ৫ ই আগস্ট কাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তিনি মারা যান। ইন্ডাস্ট্রিতে অনেকেই তাকে স্যান্ডলউডের ফিউচার স্টার হিসেবে দেখতেন। ২০১৫ সালের অ্যাকশন থ্রিলার ছবি ‘গণপা’-তে মাধ্যমে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘ওলাভিনে ওলে’ নামের একটি রোমান্টিক ড্রামা ছবিতেও অভিনয় করেছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে পরেছে কন্নড় বিনোদন জগতে।