পুজোর রেশ শেষ হতে না হতেই একের পর এক খারাপ খবর মিলছে চলচ্চিত্র জগতে। টলিউড থেকে বলিউড এই বছরটা অভিশপ্ত। ফের আবারও অকালে প্রাণ ঝরল তরুণ অভিনেতার। মাত্র ২৫ বছরে চলে গেলেন ‘জামতাড়া ২’ খ্যাত বলিউডের অভিনেতা সচিন চন্দওয়াড়।
তবে আশ্চর্যের বিষয় কোনও রোগে নয়, নিজের জীবন নিজেই শেষ করে দিলেন তিনি। আত্মঘাতী হয়েছেন সচিন। সূত্রের খবরে, ৩ অক্টোবর অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে তারপর সেখান থেকে পাশের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সচিনের।
কি কারণে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন এখনো তা জানা যায়নি। প্রসঙ্গত, অভিনেতা হওয়ার পাশাপাশি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন সচিন চন্দওয়াড়। পুনের আইটি পার্কে চাকরি করতেন তিনি। ব শীঘ্রই একটি মরাঠি ছবিতে অভিনয় করার কথা ছিল তবে তার আগেই সব শেষ।


