ফের খারাপ খবর! মাত্র ৪৬ বছর বয়সেই থামল জীবন, শুটিং সেটেই অকালে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

রোবো শঙ্কর

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ৪৬ বছর বয়সেই অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রোবো শঙ্কর। অভিনেতার আকস্মিক প্রয়াণে হতবাক গোটা বিনোদন জগত।

জানা গিয়েছে, একটি সিনেমার শুটিং চলাকালীন সেটেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন অভিনেতা রোবো শঙ্কর। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, অভিনেতার কিডনির সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও বুধবার তাঁর অবস্থার অবনতি ঘটে এবং তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। পরে রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোবো শঙ্কর।

রোবো শঙ্করের মত একজন প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সকলে। মাদুরাইয়ে জন্মগ্রহণ! ২০০০ সাল থেকে ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান স্টার বিজয়ের কমেডি শো ‘কালক্কা পোভাথু ইয়ারু’-এর অংশ হওয়ার পর। অভিনেত্রী প্রিয়াঙ্কা শঙ্করের সঙ্গে বিয়ে হয় অভিনেতার। তাদের কন্যা ইন্দ্রজাও বিনোদন দুনিয়ার একজন প্রতিভাবান অভিনেত্রী।

রোবো শঙ্কর