বিনোদন জগতে একের পর এক তারকার মৃত্যুতে যেন স্তব্ধ গোটা চলচ্চিত্র জগত। এবার ফের আরও এক জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। মহাভারতের ‘কর্ণ’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন এই তারকা।
১৫ সেপ্টেম্বর, মাত্র ৬৮ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা পঙ্কজ ধীর। জানা গিয়েছে, বহুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন অভিনেতা। কিন্তু কয়েক মাস আগে আবার স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের সদস্যরা অভিনেতাকে ভর্তি করান হাসপাতালে। অস্ত্রোপচারও হয়েছিল তার। তবে শেষ রক্ষা হল না।
১৫ সেপ্টেম্বর বিকেল চারটে নাগাদ মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার অনুরাগীরা সহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
৫৫ বছরের অভিনয় জীবনে বহু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজ়ে কাজ করেছেন পঙ্কজ। ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু জনপ্রিয় ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।