একের পর এক অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন দুনিয়ায়। চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। মাত্র ৫৯ বছর বয়সে অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তার সহ-অভিনেতা, সহকর্মী ও অসংখ্য ভক্তরা।
প্রয়াত জনপ্রিয় অভিনেতা লরেন্স ইয়ান। অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র একদিন আগেই তিনি গল্ফ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে সাংহাই পৌঁছেছিলেন। অনুশীলনী সেশনের সময় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
২১ অক্টোবর, সাংহাইয়ে এক গল্ফ ইভেন্টে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ইয়ান। অভিনেতার করা শেষ ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ান তার খাবার উপভোগ করছেন, হাসছেন, প্রাণবন্ত অবস্থাতেই ছিলেন।
১৯৬৬ সালে লরেন্স ইয়ানের জন্ম হয়। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর অভিনয় জগতে পা রাখা মাত্রই ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৯০-এর দশকে ATV–র অন্যতম শীর্ষ অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত হন তিনি।


