টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। বহু জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় অভিনেতার অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। ২০০২ সালে নাটক “কেন পার্ক”-এ অভিনয়ের মাধ্যমে তার সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। পরের বছরই তিনি “দ্য ওয়্যার”-এ সুযোগ পান, যা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
মাত্র ৪৬ বছর বয়সেই প্রয়াত অভিনেতা জেমস র্যানসোন। শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তাঁর।
অভিনেতার বা়ড়ি থেকে পুলিশকে ফোন করা হয়। তড়িঘড়ি তাঁরা পৌঁছোন জেম্সের বাড়িতে। উদ্ধার করেন ঝুলন্ত দেহ। পুলিশি তদন্তে খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিকতার বিষয় উঠে আসেনি বলে জানা যাচ্ছে।
ঘটনার তদন্ত হলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে জানিয়েছিলেন অভিনেতা। গত কয়েক দিন ধরে জেম্স মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কেন এই চরম পদক্ষেপ বেছে নিলেন, তা নিয়েও পরিবারের তরফে কেউ মুখ খোলেননি।
১৯৭৯ সালে, বাল্টিমোরে জন্ম নেওয়া জেমস র্যানসন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। তিনি টাওসন, মেরিল্যান্ডের কারভার সেন্টার ফর আর্টস অ্যান্ড টেকনোলজি-তে পড়াশোনা করেন।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “ইট: চ্যাপ্টার টু”-তে তিনি প্রাপ্তবয়স্ক এডি ক্যাসব্রাক চরিত্রে অভিনয় করেন জেমস, যা দর্শকের মনে দাগ কেটে যায়। জেমস র্যানসনের মৃত্যু বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।


