দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

হরিশ রাই

বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। ৫৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। বেশ কিছুদিন ধরেই থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হল না।

বৃহস্পতিবার, দীর্ঘ এক বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘কেজিএফ’ ছবি খ্যাত অভিনেতা হরিশ রাই।

বেঙ্গালুরুর কিডওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনকোলজি-তে চলছিল তাঁর চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসার ইতিমধ্যেই তাঁর পাকস্থলী ও অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছিল। কেমোথেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার সত্ত্বেও অভিনেতার শরীর চিকিৎসায় আর সাড়া দেয়নি।

হরিশ রাইয়ের প্রয়াণে শুধু কন্নড় ফিল্ম জগৎই নয়, গোটা দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ‘KGF’ ছবিতে তাঁর ‘কাকা’-র চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা এবং সরলতা তার সহকর্মীদেরও গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল।

হরিশ রাই

জীবনের শেষ বছরে হরিশ প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর অর্থনৈতিক সংগ্রামের গল্প। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক একবারের চিকিৎসা খরচই প্রায় ১০.৫ লক্ষ টাকা, কারণ একটি ইনজেকশনের দামই ৩.৫৫ লক্ষ টাকা। তিনি আরও বলেছিলেন, এমন চিকিৎসায় সাধারণত ২০টি ইনজেকশন লাগে, যার মোট খরচ দাঁড়ায় প্রায় ৭০ লক্ষ টাকা!

এত সংগ্রামের পরেও অভিনেতার অকাল প্রয়ান বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি।

হরিশ রাই