বিনোদন দুনিয়ায় একের পর এক খারাপ খবর! চলে গেলেন আরও এক কিংবদন্তি অভিনেতা। মাত্র ৪২ বছর বয়েসেই থামল জীবন। প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা, ফ্লয়েড রজার মায়ার্স জুনিয়র।
অভিনেতার মা রেনি ট্রাইস জানিয়েছেন, ২৯ অক্টোবর ভোরে মেরিল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মায়ার্সের। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা বলেছিলেন তিনি। জানা গেছে, গত তিন বছরে মায়ার্স তিনটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।
মায়ার্সের চার ছেলে-মেয়েও রয়েছে। মায়ার্সের মা ফেসবুকে ছেলের সঙ্গে তার চার সন্তানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা এমন হওয়ার কথা ছিল না।’
১৯৯২ সালে ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল-এয়ার’-এ তরুণ উইল স্মিথের ভূমিকায় প্রথম শিশুশিল্পী হিসাবে পর্দায় নজরে আসেন মায়ার্স। একই বছর টিভি সিনেমা ‘দ্য জ্যাকসনস: অ্যান আমেরিকান ড্রিম’-এ ছোটবেলার মারলন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেন তিনি।
মায়ার্সের সংগঠন ‘দ্য ফেলোশিপ মেনস গ্রুপ’ একটি পোস্ট শেয়ার করে লিখেছে, ‘তুমি চলে গেলেও বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তোমার সম্মানে আমাদের পথচলা জারি থাকবে। ভালোবাসি ভাই, শান্তিতে থেকো।’


