শেষ রক্ষা হল না! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা বিনোদন জগত

ইথান ব্রাউন

ফের খারাপ খবর! চলে গেলেন জনপ্রিয় গায়ক তথা অভিনেতা। দুর্দান্ত গান গাওয়ার পাশাপাশি দারুণ অভিনয়ও করতেন তিনি। প্রয়াত আমেরিকান গায়ক-গীতিকার জ্যাকসন ব্রাউনের ছেলে ইথান ব্রাউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ইথানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন জগত তথা সঙ্গীত জগত।

ইথানের পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ২৫ নভেম্বর সকালে ইথানকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ বিস্তারিত জানা যায়নি।

শৈশব থেকেই জনসাধারণের নজরে এসেছিলেন ইথান ব্রাউন। বড় হয়ে নিজের দক্ষতায় নিজের পরিচিতি গড়েন ইথান। ফ্যাশন জগতে কাজ করার পাশাপাশি তিনি ২০০৪ সালের চলচ্চিত্র রাইজিং হেলেন-এ অভিনয় করেন। পরবর্তীতে তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্বাধীন লেবেল ইনসাইড রেকর্ডিংসের অধীনে নিজস্ব সংগীত উদ্যোগ স্পিনসাইড রেকর্ডস চালু করেন।

ইথান ব্রাউন

ইথান জেন ব্রাউনের জন্ম ১৯৭৩ সালের ২ নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে । তিনি আমেরিকান গায়ক-গীতিকার জ্যাকসন ব্রাউন এবং মডেল-অভিনেত্রী ফিলিস মেজরের পুত্র। ১৯৭৬ সালে তার মা মারা যান এবং পরবর্তীকালে তার বাবা তাকে লালন-পালন করে বড় করেন।