বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। মাত্র ৪১ বছর বয়সেই প্রাণ হারাল জনপ্রিয় অভিনেতা। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিখ্যাত বডিবিল্ডার তথা বলি অভিনেতা বরিন্দর সিংহ ঘুমনের। ৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।
জানা গিয়েছে, পেশিতে আঘাতের কারণে অমৃতসরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ছোট একটি অস্ত্রোপচার হওয়ারও কথা ছিল তার। চিকিৎসকদের মতে অস্ত্রোপচারটি সাধারণ হওয়ায় খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও করেছিলেন চিকিৎসকেরা।
কিন্তু চিকিৎসা চলাকালীন হঠাৎ করেই হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে বরিন্দরের স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে।
১৯৮৩ সালে পঞ্জাবের গুরুদাসপুরে বরিন্দরের জন্ম। খুব অল্প বয়স থেকেই শরীরচর্চার প্রতি আগ্রহ থেকেই বডিবিল্ডিং শুরু করেন তিনি। এমনকি ভারতীয় পেশাদার বডিবিল্ডিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন বরিন্দর।
অনেক পঞ্জাবি এবং হিন্দি ছবিতেও অভিনয় করেছেন বরিন্দর। অভিনয় করেছেন সলমন খান সহ অনেক বড় অভিনেতাদের সঙ্গেও। বরিন্দর এমন একজন বডিবিল্ডার ছিলেন যিনি সুঠাম শরীর গড়েছিলেন কেবল নিরামিষ খাবার খেয়ে। তাকে বিশ্বের প্রথম নিরামিষ পেশাদার বডি বিল্ডার হিসেবে বিবেচনা করা হয়।