বলিউড সুপারস্টার সলমন খানের পরিবারে খুশির আমেজ। ফের কাকা হলেন সলমন খান। সলমনের ভাই আরবাজ খান এবং তার স্ত্রী শুরা খান সদ্যই বাবা-মা হয়েছেন। পরিবারে এসেছে খুদে সদস্য।
২০২৩ সালে রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের দু’বছরের মাথাতেই কোল আলো করে এসেছে নতুন সদস্য। ৪ অক্টোবর স্ত্রী শুরাকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করেন আরবাজ। ৫ অক্টোবর, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুরা খান।
২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২৩ বছরের বয়সের ফারাক থাকার ফলে এর আগে বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয় আরবাজকে। যদিও সেই সমস্ত বিষয়কে তোয়াক্কা না করেই অবশেষে শুভ পরিণয় এবং আপাতত নতুন সদস্যের আগমন।