‘চিরসখা’র প্লুটো এবার ধারাবাহিকে, কোন চ্যানেলে দেখা যাবে পার্থকে?

অভিনেতা পার্থ বেরা

মনে আছে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের ‘প্লুটো’ চরিত্রের কথা? এই চরিত্রে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন অভিনেতা পার্থ বেরা। গল্পে ‘প্লুটো’ চরিত্রের মৃত্যু দর্শকদের নাড়িয়ে দিয়েছিল, এমনকি তাঁর জন্য কেঁদেছিলেন ধারাবাহিকের দর্শকেরা।

দর্শকের দাবি ছিল এই চরিত্রটিকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু চিত্রনাট্য অনুযায়ী প্লুটো চরিত্রের পার্ট অতটুকুই ছিল। তবে পার্থকে পর্দায় ভীষণ যারা মিস করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর।

ফের পর্দায় ফিরছেন পার্থ। এবার ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে রানির জামাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। আনন্দ বাজার অনলাইনকে নিজের কাজ নিয়ে অভিনেতা জানান, “অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে সুযোগ এল। আমি ভীষণ উত্তেজিত নতুন কাজ নিয়ে। সোমবার থেকেই শুটিং শুরু করলাম। আশা করি, এই নতুন যাত্রাও খুব ভাল হবে।”